কোভ্যাক্স সুবিধার আওতায় সিনোফার্মের ১৭ লাখ ডোজ টিকা বেইজিং থেকে বিমানের একটি উড়োজাহাজে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে।
মঙ্গলবার ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান জানান, সন্ধ্যা ৭টার দিকে টিকাগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
আরও পড়ুনঃ দুর্গম পাহাড়েও পৌঁছালো টিকা
যৌথভাবে টিকা উৎপাদনের বিষয়ে হুয়ালং ইয়ান বলেন, ‘আমরা শিগগিরই যৌথভাবে টিকা উৎপাদনে আসছি।’
এর আগে গত বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ আগামী সপ্তাহে সিনোফার্মের ৩৪ লাখ ডোজ টিকা এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ফাইজারের ৬০ লাখ টিকার চালান পেতে যাচ্ছে।
আরও পড়ুনঃ ১৫ আগস্টের মধ্যে আসছে আরও ৫৪ লাখ টিকা
এছাড়া বাংলাদেশ কোভ্যাক্স সুবিধার আওতায় অ্যাস্ট্রাজেনেকা টিকার ১০ লাখ ডোজ টিকা শিগগিরই পাবে বলে তিনি জানান।