রাজধানীতে ডাকাতি করতে গিয়ে ডিবি ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছদ্মবেশ ধারণ করা ছয়জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোহাগ মাঝি (২৮), দেলোয়ার (২৬), জয়নাল হোসেন (২৮), সোহেল (২৭), জনি (৩২) ও আজিজ (৫৭) কে শুক্রবার রাতে ঢাকার সাভার ও যাত্রাবাড়ী এবং পটুয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়।
শনিবার বিকালে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।
আরও পড়ুন: চট্টগ্রামে পিবিআই’র মামলায় বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখালো আদালত
তাদের কাছ থেকে ২০ লাখ টাকা, একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ডিবি কর্মকর্তা জানান, ১৩ নভেম্বর প্রকাশ্য দিবালোকে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে গোয়েন্দা শাখার কর্মকর্তা পরিচয় দিয়ে ডাকাতদের একটি সংঘবদ্ধ চক্র ৮৫ লাখ টাকা হাতিয়ে নেয়।
পরে ভুক্তভোগী কেরামত আলীর অভিযোগে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।
ডিবি প্রধান বলেন, মামলার পরিপ্রেক্ষিতে ডিবির একটি দল প্রথমে সাভারের কাউন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে এবং পরে যাত্রাবাড়ী ও পটুয়াখালী থেকে আরও দুজনকে আটক করে।
আরও পড়ুন: আদালত চত্বর থেকে ২ জঙ্গি ছিনতাই: গ্রেপ্তার রাফির ৭ দিনের রিমান্ড