বিএনপি নেতা তারেক রহমান যখন দেশে ফেরার সাহস পাচ্ছেন না, তখন কীভাবে দলকে নেতৃত্ব দেবেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনায় ভাষণ দিতে গিয়ে তিনি এ প্রশ্ন তুলেন।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
আরও পড়ুন: আগামী নির্বাচন অধিকতর গ্রহণযোগ্য করতে ব্যবস্থা নেয়া হয়েছে: প্রধানমন্ত্রী
তিনি বলেন, তারেক জিয়াকে দেশে ফিরতে দেয়া হচ্ছে না বলা ঠিক নয়। কেউ তাকে ক্ষমতাচ্যুত করেনি। তিনি স্বেচ্ছায় বিদেশে গিয়েছিলেন এবং তারপরে ফিরে আসেননি।
বিএনপি নেতাদের প্রশ্ন করে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক জিয়া আর রাজনীতি করবেন না বলে লিখিত বন্ড দিয়ে বিদেশ চলে গেলেন,এটা তারা কীভাবে ভুলতে পারে।
এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে দেশে ফিরতে বাধা দেয়া হয়েছিল, কিন্তু তিনি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে জোর করে দেশে ফিরে এসেছিলেন।
আরও পড়ুন: পদ্মা সেতু আমাদের জাতীয় গর্ব: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন সঠিক নেতৃত্বের সংকটে ভুগছে, তখন নির্বাচন কীভাবে অংশগ্রহণমূলক হতে পারে সেই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, নির্বাচন কীভাবে অংশগ্রহণমূলক হতে পারে যখন একটি দল অবৈধভাবে ক্ষমতা দখল করে এবং যে দলের অনেক নেতা দুর্নীতি, খুন ও অস্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে। তিনি আরও বলেন, তারিক একজন পলাতকও।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সমালোচনা করে তিনি বলেন, তারেক জিয়া প্রমাণ করেছেন তার বাবা-মা জিয়াউর রহমান ও খালেদা জিয়া ১৯৭৫ সালের আগস্টের গণহত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন।
আরও পড়ুন: দুশ্চিন্তার কিছু নেই, বন্যা দুর্গতদের পুনর্বাসন করবে সরকার: সিলেটে প্রধানমন্ত্রী