তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে অসংখ্য মানুষ হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।
সোমবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এসময় প্রধানমন্ত্রী বলেন, তুরস্ক ও সিরিয়ার এই বিপদের সময় বাংলাদেশের সরকার ও জনগণ তাদের পাশে আছে।
তার সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
আরও পড়ুন: তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প: ১৯০০ জনের বেশি নিহত
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার ভোরে একটি শক্তিশালী ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। এসময় শত শত ভবন ধসে পড়ে এবং এতে ১৯০০ জনেরও বেশি লোক নিহত হয়েছেন।
এখনও শতাধিক লোক ধ্বংসস্তূপের নিচে আটকে আছে বলে ধারণা করা হচ্ছে এবং উদ্ধারকর্মীরা ওই অঞ্চলগুলোর বিভিন্ন শহর ও নগরে ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চালাচ্ছে। মৃতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এপি আরও জানিয়েছে, সীমান্তের উভয় পাড়ের বাসিন্দারা ভূমিকম্পের পর খোলা আকাশের নিচে আশ্রয় নেয়, কারণ ভূমিকম্পের পর ভবনগুলো ধসে পড়তে থাকে এবং শক্তিশালী আফটারশক চলতে থাকে।
আরও পড়ুন: তুরস্কে ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত