তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগদানসহ তুরস্কে ছয়দিনের সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এসময় তার সঙ্গে ফার্স্টলেডি ড. রেবেকা সুলতানা এবং অন্যান্য সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।
এদিকে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট (ফ্লাইট নং বিজি ২০৮) মঙ্গলবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
আরও পড়ুন: ইউজিসিকে কর্মমুখী পাঠ্যক্রম চালু করার আহ্বান রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, আইজিপি এবং অন্যান্য ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।
রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদিন ইউএনবিকে জানান, রাষ্ট্রপতি ৩ জুন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান করেন। যেখানে বিশ্বের ৭৭ টি দেশের নেতারা শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন।
এছাড়া অনুষ্ঠানে ন্যাটো ও অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশের রাষ্ট্রপতি তুরস্কের প্রেসিডেন্টকে অভিনন্দন জানান এবং ফটো সেশনে যোগ দেন। এসময় উভয় রাষ্ট্রপতি কুশল বিনিময় করেন।
এছাড়া টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন তুরস্কের নেতা এরদোগান।
এর আগে রাষ্ট্রপতি সকাল ৭টা ৪৩ মিনিটে (আঙ্কারার সময়) ঢাকার উদ্দেশে তুরস্কের আঙ্কারা এসেনবোগা বিমানবন্দর ত্যাগ করেন।
যেখানে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানউল হক, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি রাষ্ট্রদূত ওয়া তুঙ্গা কাগলি এবং আঙ্কারার ডেপুটি গভর্নর মুরাত সোয়লু এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বিমানবন্দরে বিদায় জানান।
১ জুন রাতে আঙ্কারায় গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আঙ্কারার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি।
আরও পড়ুন: এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন