লোভনীয় বেতনে বিভিন্ন দূতাবাস ও প্রতিষ্ঠানে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রবি পল গোমেজ (৫৩) নাটোরের বড়াইগ্রাম থানার লাফন গোমেজের ছেলে।
শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে সিআইডি জানায়, প্রতারণার শিকার এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ভাটারা থানায় একটি মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: ইভ্যালির প্রতারণার মামলা: তাহসান খানের ৬ সপ্তাহের আগাম জামিন
সিআইডি সূত্রে জানা যায়, মহানগরীর ভাটারা থানাধীন নূরের চালা এলাকায় আরএস এন্টারপ্রাইজ নামক অফিস দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন বিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন সংস্থায় চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করত রবি ও তার সহযোগীরা।
তারা সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে চাকরি দেয়ার কথা বলে ভুক্তভোগী হাশেম মিয়ার কাছ থেকে এক লাখ ৩০ হাজার টাকা নেয়।
এভাবে অনেককে তাদের কোম্পানির ব্যাংক চেক দেয়ার কথা বলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয় তারা। পরে তাদের চাকরির কোনো ব্যবস্থা না করে অফিস বন্ধ করে পালিয়ে যায় প্রতারক চক্র।
সিআইডি ঢাকা মেট্রোপলিটন (দক্ষিণ) জানিয়েছে, প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণা: মেম্বার প্রার্থী গ্রেপ্তার