দেশে বজ্রপাতে রবিবার ময়মনসিংহ, কুড়িগ্রাম ও রাজশাহীতে তিনজনের মৃত্যু হয়েছে।
ইউএনবির ময়মনসিংহ প্রতিনিধি জানান, জেলার হালুয়াঘাটে বজ্রপাতে এক হাঁস খামারীর মৃত্যু হয়েছে। রবিবার (২ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলার বিলডোরা মোজাকান্দা গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত মো. ইন্তাজ আলী (৭০) ওই গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: বগুড়ায় হালখাতার মাইক টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, নিহত ইন্তাজ আলীর একটি হাঁসের খামার আছে। সকালে বাড়ির পাশে পতিত কৃষি জমিতে হাঁস চড়াতে যান তিনি। এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইউএনবির কুড়িগ্রাম প্রতিনিধি জানান, জেলার রৌমারী উপজেলায় বাড়ির পাশের বিলে মাছ ধরার সময় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর দুইটার দিকে বজ্রপাতে এ ঘটনা ঘটে।
নিহত শুকুর আলী (৩৫) রৌমারী উপজেলার বন্দবের ইউনিয়নের তিনতলী গ্রামের মজিবর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, রবিবার দুপুরের দিকে শুকুর আলী বাড়ির পাশের বিলে মাছ ধরতে গেলে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে নিহত ব্যক্তিকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল।
অন্যদিকে ইউএনবির রাজশাহী প্রতিনিধি জানান, রাজশাহীর পবায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (২ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার নওহাটা পৌরসভার পাকুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জয় (১৭) মহানগরীর ১৭নং ওয়ার্ডের বড় বনগ্রাম শেখপাড়া এলাকার জিয়ারুলের ছেলে।
জয়ের চাচাতো দুলাভাই পাকুড়িয়া গ্রামের জিয়ারুল জানান, তার চাচাতো শ্যালক জয় ও তার বন্ধু সিয়াম সকালে এখানে ঈদের দাওয়াতে বেড়াতে এসেছিল। দুপুরের খাবার শেষে জয় ও সিয়াম বাড়ি থেকে বের হয়ে নওহাটা পৌরসভার পাকুড়িয়া ব্রিজের পাশে যায়। এর কিছুক্ষণ পর কোনোরকম বৃষ্টি ছাড়াই হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে জয় ঘটনাস্থলেই মারা যায় এবং সিয়াম আহত হয়। এদিকে সিয়ামকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহীর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, লাশের ময়নাতদন্ত হবে কী না সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। পরিবারের সদস্যরা লাশ নিতে চাইলে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হবে।
তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা করা হবে বলেও জানান তিনি
আরও পড়ুন: ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু