নারায়ণগঞ্জের ফতুল্লার ধলেশ্বরী নদীতে ট্রলারডুবির ঘটনার পাঁচদিন পর রবিবার সন্ধ্যায় আরও দু’জনের লাশ উদ্ধার হয়েছে।এর আগে সকালে চারজনের লাশ উদ্ধার হয়েছে।
নিহতরা হলেন, জেসমিন আক্তার (৪০), তার মেয়ে তাসমিন আক্তার (১৯) ও সাব্বির ১৮,জোছনা বেগম (৩৩), আব্দুল মোতালেব (৪২) ও আওলাদ হোসেন (৩০)।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরিরা সকাল সাড়ে ৮টার দিকে ধর্মগঞ্জের কাছে নদী থেকে চারটি লাশ উদ্ধার করে।পরে সন্ধ্যায় আরও দু’জনের লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ধলেশ্বরীতে ট্রলারডুবি: ৫ দিন পর ৪ মরদেহ উদ্ধার
এর আগে ৫ জানুয়ারি সকালে ৭০ জন যাত্রী নিয়ে ইঞ্জিল চালিত ট্রলারটি ধর্মগঞ্জ ঘাটে আসার সময় ঢাকাগামী এমভি ফারহান-৬ লঞ্চটি ধাক্কা দিলে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়।
এই ঘটনায় একই পরিবারের তিনজনসহ অন্তত আট যাত্রী নিখোঁজ আছেন।
নারায়ণগঞ্জের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের সহকারী পরিচালক বাবু লাল বৈদ্য বলেছেন, এ ঘটনায় এমভি ফারহান-৬ এর চালক ও মাস্টারসহ চারজনকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: ধলেশ্বরীতে ট্রলারডুবি: আটক ৪, লঞ্চ জব্দ