নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মতলা ঘাট এলাকার ধলেশ্বরী নদীতে বুধবার সকালে ট্রলারডুবির ঘটনায় অন্তত ১০ যাত্রী নিখোঁজ হয়েছেন।
এলাকাবাসীর বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, বুধবার সকালে ৪০ থেকে ৫০ জন যাত্রী নিয়ে ইঞ্জিল চালিত একটি ট্রলার ধর্মগঞ্জ ঘাটে আসার সময় মাঝ নদীতে প্রচণ্ড কুয়াশার কারণে ঢাকা থেকে বরিশালগামী অজ্ঞাত লঞ্চের সঙ্গে মুখমুখি সংঘর্ষে ট্রলারটি ডুবে যায়।
আরও পড়ুন: শীতলক্ষ্যায় ট্রলারডুবি: ২ যাত্রী নিখোঁজ
তিনি জানান, পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা নিখোঁজ যাত্রীদের উদ্ধার ও তাদের পরিচয় জানার চেষ্টা করছেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ ইউএনবিকে বলেন, অনেক যাত্রী সাঁতরে তীরে উঠে আসেন। ‘তবে অন্তত ১০ জন নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের পাঁচ ডুবুরি উদ্ধার কাজ পরিচালনা করছেন।’
আরও পড়ুন: ভোলায় ট্রলারডুবি: শিশুর লাশ উদ্ধার, মা-ছেলে নিখোঁজ