ঢাকার ধামরাইয়ে মাটিবাহী ট্রাকের চাপায় জেসমিন আক্তার (২৮ ) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার কাওয়ালীপাড়া নব গ্রাম বাজারে এ দুর্ঘটনায় নিহত জেসমিনের পরিবার ৫ লাখ টাকায় আপোষ রফা করেছে বলে জানা গেছে।
নিহত জেসমিন উপজেলার বালিয়া ইউনিয়নের দুনি গ্রামের ইউসুফ আলীর স্ত্রী।
পুলিশ জানায়, ওইদিন রাতে জেসমিন কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। এমন সময় মাটিবাহী একটি ট্রাক তাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মত্যু হয়। পথচারীরা ট্রাকটি আটক করে পুলিশে খবর দিলে পুলিশ নিহত পোশাক শ্রমিকের লাশ ও ট্রাকটি কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। সারারাত ট্রাকের মালিক ও নিহত পোশাক শ্রমিকের পরিবারের সঙ্গে পুলিশ ৫ লাখ টাকায় আপোষ রফা মিটমাট করান পরে পুলিশ ট্রাকটি ছেড়ে দেয়। ময়না তদন্ত ছাড়াই পুলিশ নিহত জেসমিন আক্তারের লাশ তার পরিবারের কাছে গোপনে হস্তান্তর করেন বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় চালক-হেলপারসহ নিহত ৩
এ ব্যাপারে কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা জানান, নিহত পোশাক শ্রমিকের মা মামলা করবে না বলে লিখিত প্রতিশ্রুতি দিলে আমরা লাশ তাদের কাছে হস্তান্তর করেছি। তবে আপোষ রফার বিষয়টি তিনি অস্বীকার করেন।
নিহতের স্বামী ইউসুফ আলী আপোষ হয়েছে বলে জানালেও পুরো টাকাটি তিনি পাননি বলে জানান।