নওগাঁর মান্দায় মোটরসাইকেল ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা উপজেলার সাতবাড়িয়া মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- নওগাঁর মহাদেবপুর উপজেলার তাতারপুর সরকারপাড়া গ্রামের প্রণয় সরকারের ছেলে পিনাকি সরকার (৩৫) ও দরিয়াপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (৪৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মান্দা ফেরিঘাটের দিক থেকে আসা দ্রুতগতির একটি ভটভটির সঙ্গে বিপরীতমুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী পিনাকি সরকার ও শরিফুল ইসলাম মারা যান।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পশু চিকিৎসক নিহত
নিহত পিনাকি সরকারের ভাতিজা পিন্টু সরকার জানান, কাকা পিনাকি সরকার সকালে মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বেরিয়ে যান। বেলা ১১টার দিকে তার মৃত্যুর সংবাদ জানা যায়। তবে কী কারণে তিনি ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন এ বিষয়ে কিছুই জানাতে পারেননি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘাতক ভটভটি আটক করা হয়েছে। তবে ভটভটির চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে মান্দা থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক ও সহকারী নিহত