নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে যাত্রীবাহী নৌকাডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এসময়, পানিতে ডুবে আরও পাঁচজন নিখোঁজের খবর পাওয়া গেছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কালিয়া পৌরসভার বাগবাড়ি থেকে বাহিরডাঙ্গা যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাবুপুর গ্রামের নাজমা বেগম (২৫) ও তার ৩ বছর বয়সী ছেলে নাশিম।
স্থানীয় বাসিন্দা মো. ফসিয়ার রহমান জানান, ছেলে নাশিমকে নিয়ে বাহিরডাঙ্গা গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন নাজমা বেগম। নৌকাটিতে যাত্রী বেশি থাকায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।
আরও পড়ুন: কালীগঞ্জে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাসমীম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কালিয়া পৌরসভার বাগবাড়ি থেকে বাহিরডাঙ্গা যাওয়ার সময় ১৭ জন আরোহী নিয়ে নৌকাটি ডুবে যায়। এসময় অন্তত ১০জনকে উদ্ধার করা হয় এবং পাঁচজন এখনও নিখোঁজ রয়েছেন।
ওসি আরও জানান, ‘আমরা নিখোঁজ যাত্রীদের খোঁজে তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছি। যথাযথ প্রক্রিয়া শেষে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
আরও পড়ুন: ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধুর মৃত্যু