ফরিদপুরে ডেলিভারির সময় নবজাতকের হাত ভেঙে ফেলার ঘটনায় আরামবাগ হাসপাতাল নামে একটি প্রাইভেট হাসপাতাল বন্ধ করে দেয়া হয়েছে।এ নিয়ে মাত্র চারদিনে ফরিদপুর শহরের দুটি প্রাইভেট হাসপাতাল বন্ধ করা হলো।
ফরিদপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, বুধবার বেলা ১২টার দিকে জেলার সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার আরামবাগ হাসপাতালে অভিযান চালান। এ সময় তারা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।
জানা গেছে, গতকাল মঙ্গলবার শহরের পশ্চিম খাবাসপুরের আরিফুল ইসলাম সজল নামে এক ব্যক্তি অভিযোগ করেন, গত ১৩ জানুয়ারি আরামবাগ হাসপাতালে তার স্ত্রী মুক্তার সিজার অপারেশন করা হয়। সন্তান বের করার সময় চিকিৎসক নবজাতকের হাতের কনুইয়ের হাড়ের জয়েন্ট ছুটিয়ে ফেলেন। পরে তাকে ঢাকার একটি হাসপাতালের চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেন। এরপর তিনি জেলা সিভিল সার্জনের কাছে এ ব্যাপারে অভিযোগ করেন। এতে তিনি হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে অবহেলা ও অনিয়মের অভিযোগ করেন।
আরও পড়ুন: ১৬ হাজার টাকায় নবজাতক বিক্রি!
সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান বলেন, ঘটনা জানতে পেরে অনিয়ম ও অবহেলার অভিযোগে হাসপাতালটি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আরামবাগ হাসপাতালের কার্যক্রম বন্ধ করা হয়েছে। হাসপাতালটিতে পর্যাপ্ত ডাক্তার ও নার্স না থাকা এবং অপ্রশিক্ষণপ্রাপ্ত নার্স দিয়ে হাসপাতালের কার্যক্রম পরিচালনার অভিযোগ পাওয়া গেছে।
প্রসঙ্গত, এর আগে গত শনিবার সকালে শহরের পশ্চিম খাবাসপুরে আল মদিনা প্রাইভেট হাসপাতালে এক নারীর সন্তান প্রসবের সময় ওই নবজাতকের কপাল কেটে ফেলার ঘটনার পর ওই হাসপাতালটিও বন্ধ করে দেয়া হয়েছে। তাদেরকে এক সপ্তাহের সময় দেয়া হয়েছে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে।
সিভিল সার্জন জানিয়েছেন, এসব চিকিৎসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তারা অভিযান শুরু করেছেন।এ ব্যাপারে জানতে আরামবাগ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমান জানান, অভিযোগটি সঠিক নয়। এছাড়া হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তারা কোনো অভিযোগ তোলেননি। এমনকি বাসায় নেয়ার পরও অভিযোগ তোলেননি। এতো দিন পর অভিযোগ তোলা কতটুকু যুক্তিযুক্ত।
হাসপাতাল বন্ধের ব্যাপারে তিনি বলেন, আমাদের হাসপাতালে অন্য কিছু সমস্যা ছিল। এ কারণে সিভিল সার্জন সাময়িক বন্ধ রাখতে বলেছেন। আমরা সমস্যাগুলো সমাধান করে নতুন করে চালু করার ব্যবস্থা করবো।
আরও পড়ুন: ঢাবি এলাকায় ডাস্টবিন থেকে নবজাতকের লাশ উদ্ধার
চিকিৎসক ছাড়া নবজাতক প্রসব করাতে গিয়ে কপাল কেটে ফেললেন নার্স-আয়া