নাটোরের সিংড়ায় কলেজছাত্রী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ছয়জনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। খালাস দেওয়া হয়েছে একজনকে।
বুধবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- সাব্বির আহমেদ, রেজাউল ওরফে রাব্বি, নাজমুল হক, রাজিবুল হাসান, রিপন ও শহিদুল। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- মনিরুল ইসলাম, খায়রুল ইসলাম, আতাউল ইসলাম ও রেজাউল করিম। খালাস দেওয়া হয়েছে নাছির নামে একজনকে। একই সঙ্গে সবাইকে এক লাখ টাকা করে জরিমানা করে তা আদায় করে ভূক্তভোগীকে প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।
বিশেষ পিপি আনিসুর রহমান জানান, ২০১২ সালের ১৯ অক্টোবর বড়াইগ্রাম উপজেলার চান্দাই গ্রামের ওই কলেজ ছাত্রীকে কৌশলে পাশের সিংড়া উপজেলার কলম মির্জাপুর গ্রামে নিয়ে যায় সাব্বির আহমেদ। সারাদিন ঘোরার পর রাতে বন্ধুদের সঙ্গে নিয়ে মির্জাপুর ঈদগাহ মাঠে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় তাকে।
নাটোরে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড
আরও পড়ুন: যৌতুকের জন্য মৃত্যু ঘটানোর একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড কেন অসাংবিধানিক নয়: হাইকোর্ট