নাটোরে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার(২ মে) মধ্যরাতে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে সাব্বির ওরফে আবু সাঈদকে গ্রেপ্তার করে র্যাব।
নাটোর র্যাব ক্যাম্পের একটি দল র্যাব-১ এর সহযোগিতায় ওই এলাকায় অভিযান চালিয়ে সাব্বিরকে গ্রেপ্তার করে।
মামলার বিবরণে জানা যায়, সাব্বির আহমেদের সঙ্গে বড়াইগ্রাম উপজেলার চান্দাই গ্রামের এক কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল।
২০১২ সালের ১৯ অক্টোবর সাব্বির মেয়েটিকে কালাম মির্জাপুর গ্রামে নিয়ে যান। পরে মির্জাপুর ঈদগাহের কাছে বন্ধুদের নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন।
পরে মেয়েটির অভিযোগের ভিত্তিতে বড়াইগ্রাম থানা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে ৯০ হাজার দিরহামসহ যাত্রী আটক
এ ঘটনায় ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
দীর্ঘ শুনানি শেষে গত বছরের ৫ এপ্রিল নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ছয়জনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সাব্বির আহমেদ, রেজাউল ওরফে রাব্বি, নাজমুল হক, রাজিবুল হাসান, রিপন ও শহিদুল।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মনিরুল ইসলাম, খায়রুল ইসলাম, আতাউল ইসলাম ও রেজাউল করিম।
এরপর থেকে সাব্বিরসহ কয়েকজন আসামি পলাতক রয়েছেন।
আরও পড়ুন: চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার আটক