নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হাসিনা মমতাজ (৪৮) নামের আরেক নারী মারা গেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এই নিয়ে নিহতের সংখ্যা তিনজনে দাঁড়ালো।
এই দুর্ঘটনায় নিহতরা হলেন-হাসিনা মমতাজ, তার শরীর ৬৬ শতাংশ দগ্ধ ছিল। এর আগে রবিবার রাতে মারা যান মো. আলম হোসেন (৪০),তার শরীর ১০০ শতাংশ দগ্ধ ছিল এবং সোমবার সকালে মারা যান জজ মিয়া (৫০), তার শরীর ৮০ শতাংশ দগ্ধ ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আউট ডোর আবাসিক সার্জন ডাক্তার পার্থ শংকর পাল।
আরও পড়ুন: আশুলিয়ায় জুতার কারখানায় আগুন, নিহত ৩
তিনি বলেন, গত সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে সাতজন চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে আলম হোসেন ও জজ মিয়া চিকিৎসাধীন অবস্থায় উচ্চনির্ভশীলতা কেন্দ্রে (এইচডিইউ)মারা যান। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় হাসিনা মমতাজ নামের আরেক নারী আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরও জানান, এই দুর্ঘটনায় দগ্ধ আরও দু’জন এখনও চিকিৎসাধীন আছেন। তারা হলেন- হাসিনা বেগম (৪০) ও শিশু হাফশা (৬)।
উল্লেখ্য রবিবার আনুমানিক দুপুর সাড়ে ১২ টায় ফতুল্লার আলীগঞ্জের আব্দুল বাতেনের টিনসেড বাসার পাশে রাখা গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই বাসার সাতজন দগ্ধ হন।