বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোর আদিল হত্যা ও ও তার চাচাতো ভাই আপন আহতের ঘটনায় শেখ হাসিনা, শামীম ওসমান ও অয়ন ওসমানসহ ১৮২ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।
বৃহস্পতিবার রাতে নিহত কিশোর আদিলের চাচা ও আহত আপনের বাবা নুরুজ্জামান বাদী হয়ে এ মামলা দায়ের করে। এসময় অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন: হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে টিপু মুনশি
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফতুল্লায় ৪ যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ৯০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩০০/৪০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ আগস্ট) রাতে এনায়েতনগর মুসলীমনগর এলাকার সুলতান খানের ছেলে রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করে।
চার যুবক হলেন- মানিক (২২), রিপন (৪০), বাঁধন (২০) ও ইমন (১৯)। এদিকে এই দুই মামলায় ৯৭২ জনকে আসামি করা হয়েছে।
গত ৪ আগস্ট পঞ্চবটি মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃত্বে শর্টগান, পিস্তল, চাপাতি রাম দা, হকি স্টিকসহ অতর্কিত হামলা চালায় ছাত্রজনতার ওপরে।
সে সময় মামলার এজাহারের ৩ নম্বর আসামি শর্টগান হতে এলোপাতাড়ি গুলি ছুড়লে এতে ৪ যুবক গুলিবিদ্ধ হয়।
এছাড়াও আসামিদের অস্ত্রের আঘাতে সেখানে আরও ৪০/৫০ জন গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয়। ঘটনায় ৪ নম্বর আসামি তার অবৈধ পিস্তল দিয়ে গুলি করে।