লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (পলিটিক্যাল) নাসরিন মুক্তির মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সোমবার (৪ সেপ্টেম্বর) এক শোক বার্তায় বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী মোমেন নাসরিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মন্ত্রী বলেন, ‘ক্যান্সারের মতো চ্যালেঞ্জিং ব্যাধির সঙ্গে লড়াই করেও নাসরিন তার দায়িত্ব পালনে অসাধারণভাবে নিবেদিত ছিলেন। অসুস্থতার সত্বেও অফিসিয়াল দায়িত্বের প্রতি তার অটল অঙ্গীকার সত্যিই প্রশংসনীয়।’
এক প্রেস বিজ্ঞপ্তিতে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনও নাসরিন মুক্তির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
সোমবার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ব্রিকলেন মসজিদে বাদ আসর পবিত্র কোরআন খতম ও বাদ-মাগরিব বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
আগামীকাল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বাদ-জোহর ব্রিকলেন মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: রেবেকা মমিন ও আব্দুল কুদ্দুসের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব গৃহীত
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকর্বাতায় তিনি বলেন, ‘নাসরিন মুক্তি ২০২২ সালের ৩০ ডিসেম্বর বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের মিনিস্টার (পলিটিক্যাল) পদে নিযুক্ত হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সর্বোচ্চ নিষ্ঠা ও কর্মদক্ষতার সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সার্বিক সম্পর্ক উন্নয়নে উল্লেখযোগ্য দায়িত্ব ও ভূমিকা পালন করে গেছেন। যার জন্য আমি তার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ।’
বিসিএস ২০তম ব্যাচের প্রশাসন ক্যাডারের সদস্য নাসরিন (৪৯) দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।
সোমবার স্থানীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের (বীর উত্তম) কন্যা নাসরিন তার স্বামী ও এক মেয়ে রেখে গেছেন।
আরও পড়ুন: চিত্রগ্রাহক আফজাল চৌধুরীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক