নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী এলাকায় মন্দিরে হামলা ও লুটপাটের ঘটনায় রবিবার রাতে আরও চার জনকে গ্রেপ্তার করেছে র্যাব।এসময় তাদের কাছ থেকে লুন্ঠিত মন্দিরের সামগ্রী উদ্ধার করা হয়।
ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১১।
র্যাব-১১ জানিয়েছে, রবিবার রাতে রাজধানীর ডেমরা, নারায়ণগঞ্জ বন্দর এবং নোয়াখালীর বেগমগঞ্জ থেকে উক্ত উপজেলার মো. মনির হোসেন রুবেল (২৮), জাকের হোসেন রাব্বি (২০), মো. রিপন (২১) ও মো. নজরুল ইসলাম সোহাগ (৩৬)কে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: ফেনীতে মন্দিরে হামলা-সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু
এ সময় তাদের কাছ থেকে মন্দিরের লুন্ঠিত সাতটি পিতলের তৈরি প্রতিমা, ২০টি বাতির কৌটা, দুইটি দ্রুপতি, পাঁচটি পঞ্চ বাতির দানি, দুইটি হাত ঘণ্টা,এক সেট পিতলের অলংকার, ৪০টি পিতলের তৈরি বিভিন্ন পূজার সামগ্রীসহ বিপুল পরিমাণ জিনিস উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, রুবেল, রাব্বী ও রিপন সামাজিক যোগাযোগ মাধ্যমের উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে প্ররোচিত হয়ে প্রত্যক্ষভাবে হামলায় অংশগ্রহণ করে। তারা গ্রেপ্তার সোহাগ এর সহযোগিতায় ধাতব আইটেমসমূহ রুপান্তর করে বিক্রির পরিকল্পনা করেছিল।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।
আরও পড়ুন: হাজিগঞ্জে মন্দিরে হামলার দায় স্বীকার মাদরাসা প্রভাষকের