ভোজ্যতেল, চাল, ডাল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধির অপতৎপরতা বন্ধে আগামী ২৮ মার্চ দেশব্যাপী অর্ধবেলা হরতালের ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
শুক্রবার (১১ মার্চ) বেলা ১১টায় পুরানা পল্টনের মুক্তি ভবনে সংবাদ সম্মেলনে বাম জোটের নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এদিন সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত হরতাল পালিত হবে।
নিজেদের বাঁচার স্বার্থে সবাইকে হরতাল পালনের আহ্বান জানান বাম জোটের নেতারা।
সম্মেলনে সিন্ডিকেট ভাঙতে মজুতদার, আড়তদার এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার পাশাপাশি গ্রামীণ ও শহরাঞ্চলে দরিদ্রদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান তারা।
এসময় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারেরও দাবি জানান জোটের নেতারা।
এছাড়াও প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর যথাযথ বিতরণ নিশ্চিত করতে বাজারে নজরদারি ও তদারকি বৃদ্ধির আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।
পড়ুন: দ্রুত সময়ের মধ্যে ভোজ্যতেলের দাম কমে আসবে: আইনমন্ত্রী
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী