অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বলেছেন, স্বপ্নের প্রকল্প পদ্মা সেতু দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নতি ঘটাবে।
২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করার সময় তিনি সংসদে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপের ফলে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ করা সম্ভব হয়েছে।
আগামী ২৫ জুন সেতুটি যান চলাচলের জন্য খুলে দেয়া হবে বলে আশা করা হচ্ছে।
অর্থমন্ত্রী বলেন, দেশে শিল্প ও বাণিজ্য সহায়ক পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সরকার বেশ কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়ন করছে, যার মধ্যে একটি পদ্মা সেতু।
আরও পড়ুন: জাতীয় বাজেট উত্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী
আরেকটি মেগা প্রকল্প হলো কর্ণফুলী নদীর তলদেশে তিন দশমিক ৩২ কিলোমিটার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এটির নির্মাণের কাজ প্রায় শেষ হতে চলেছে এবং ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে টানেলটি যান চলাচলের জন্য খুলে দেয়া হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ চলছে বলে জানান কামাল।
এরই মধ্যে প্রথম অংশের (বিমানবন্দর-বনানী) প্রায় ৭৮ দশমিক ৯৪ শতাংশ নির্মাণ কাজ শেষ হয়েছে।
পুরো প্রকল্পের ভৌত অগ্রগতি ৪৩ দশমিক ৬০ শতাংশ। অন্যদিকে, গাজীপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ২০ কিলোমিটার বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেন নির্মাণের ৬৯ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
এ ছাড়া বিমানবন্দর থেকে মহাখালী পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট নির্মাণের বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে জানান তিনি।
কামাল বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশুলিয়া হয়ে সাভার ইপিজেড পর্যন্ত ২৪ কিলোমিটার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে।
তিনি বলেন, এ ছাড়া ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর সড়কে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণ, বরিশাল-ভোলা সড়কে কলাবাদর ও তেঁতুলিয়া সেতু নির্মাণ, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মিঠামইন সেনানিবাস থেকে মরিচখালী পর্যন্ত দ্বিতল সড়ক নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, যমুনা নদীর তলদেশে একটি টানেল নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে এবং চলমান সেতু, ফ্লাইওভার এবং টানেলকে একীভূত করে আরও এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বড় সেতু নির্মাণের পদক্ষেপ নেয়া হচ্ছে।
আরও পড়ুন: আজ বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অনিশ্চয়তা সৃষ্টি করছে: আসন্ন বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী