অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল জানিয়েছেন, ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রণয়ণে তিনি অর্থনীতিতে বহির্বিশ্বের সৃষ্ট সংকটের চাপের সম্মুখীন হয়েছেন।
তিনি বলেন, ‘শুধুমাত্র যুদ্ধের (রাশিয়া-ইউক্রেন) কারণে অনিশ্চয়তা এবং বাহ্যিক দুর্বলতার কারণে এই চাপ সৃষ্টি হচ্ছে।’
বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ফলাফল সম্পর্কে ব্রিফ করার সময় তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট আগামী ৯ জুন সংসদে পেশ হওয়ার কথা রয়েছে।
তিনি বলেন, যখন দেশের অর্থনীতি কোভিড-১৯ মহামারির ধাক্কা কাটিয়ে ঘুরে দাড়ানোর চেষ্টা করছিল, ঠিক তখনই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। যার ফলে বিশ্বব্যাপী এক বিশাল নাজুকতা ও অনিশ্চয়তা তৈরি করেছে।
অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্বের প্রতিটি দেশকে এই ক্ষতি কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এবং (এটা করতে গিয়ে) তারা (সব দেশ) চাপের মধ্যে রয়েছে।’
আরও পড়ুন: পাচার হওয়া অর্থ ফেরত আনতে সাধারণ ক্ষমার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী
তিনি আরও বলেন, তবে এই অনিশ্চয়তা ও দুর্বলতাগুলোও সুযোগ তৈরি করবে।
মন্ত্রী বলেন, ‘আমরা যুদ্ধ চাই না। আমরা চাই অবিলম্বে যুদ্ধ বন্ধ হোক।’
কামাল বলেন, বাজেটে তার মূল লক্ষ্য হবে অর্থনীতিকে অনিশ্চয়তা ও দুর্বলতা থেকে পুনরুদ্ধার করা।
তিনি বলেন, ‘আমরা অর্থনীতিতে গতিশীলতা আনার চেষ্টা করব।’
দেশের আর্থিক খাত দুর্বল নেতৃত্বে পরিচালিত হচ্ছে বলে সিপিডির পর্যবেক্ষণের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বের সেরা দেশ।
তিনি বলেন, ‘আমরা যেভাবে একটি সংকটময় পরিস্থিতিতে অর্থনীতি পরিচালনা করেছি, আমরা যে প্রশাসনিক দক্ষতা দেখিয়েছি, তা বিশ্বে অন্যান্য দেশের তুলনায় অনন্য।’
তবে তিনি জাতীয় বাজেটের মূল বিষয়গুলো প্রকাশ করতে রাজি হননি মন্ত্রী।
এ বিষয়ে তিনি বলেন, ‘শুধু অপেক্ষা করুন... দেখবেন সময়মতো সংসদে বাজেট পেশ হবে।’
আসন্ন বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হবে বলে তিনি ইঙ্গিত দেন।
আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কঠিন সিদ্ধান্তের ইঙ্গিত অর্থমন্ত্রীর
ভর্তুকি বা মুদ্রাস্ফীতি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার: অর্থমন্ত্রী