বাগেরহাটের মোংলার কাইনমারী এলাকায় পশুর নদীতে ৮০০ মেট্রিক টন সিমেন্টের ক্লিংকারবোঝাই (কাঁচামাল) একটি লাইটার জাহাজ ডুবে গেছে।
রবিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টায় খুলনার রূপসা নদীর পাড়ে সেভেন রিংস সিমেন্ট কারখানার উদ্দেশে যাওয়ার সময় পশুর নদীর কাইনমারী পয়েন্টে ১০ জন নাবিকসহ ‘এমভি আনমোনা-২’ নামের জাহাজটি ডুবে যায়।
এ সময় জাহাজের সব নাবিক সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হয়।
আরও পড়ুন: যশোরে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত
লাইটারেজ জাহাজ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মাইনুল ইসলাম মিন্টু জানান, নদীতে প্রবল স্রোতের কারণে নোঙর ছিঁড়ে জাহাজটি ডুবে যায়।
ডুবে যাওয়া জাহাজটি উদ্ধার করতে ঘটনাস্থলে একটি উদ্ধারকারী জাহাজ পাঠানো হয়েছে।