প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার ২০২৩ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যই বিতরণে কার্যক্রমের উদ্বোধন করেছেন।
প্রধানমন্ত্রী শনিবার সকালে তার কার্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এই পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, প্রাথমিক এবং গণশিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আগামী বছরে পরিক্ষামূলকভাবে কয়েকটি শ্রেণিতে নতুন কারিকুলাম অনুযায়ী বই আসছে
এদিকে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগামীকাল সারাদেশে ‘জাতীয় পাঠ্যবই উৎসব’ উদযাপন করবে।
এই বছর ৪ কোটি ৯ লাখ শিক্ষার্থীর মধ্যে প্রায় ৩৩ কোটি ৯১ লাখ নতুন পাঠ্যপুস্তক বিতরণের জন্য মন্ত্রণালয়গুলো প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
আওয়ামী লীগ সরকার ২০১০ সাল থেকে এ পর্যন্ত সারাদেশে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে ৪৩৪ দশমিক ৪৫টিরও বেশি পাঠ্যবই বিনামূল্যে বিতরণ করেছে।
আরও পড়ুন: দেশ-বিদেশের শ্রম বাজার মাথায় রেখে শিক্ষা কাঠামো তৈরি করা হচ্ছে: শিক্ষামন্ত্রী