বিসিএস নন-ক্যাডার নিয়োগের ক্ষেত্রে পিএসসির দেয়া নতুন পদ্ধতি বাতিল এবং আগের নিয়োগ বিধি পুনর্বহাল দাবিতে সোমবার ৪০তম বিসিএসের শতাধিক নন-ক্যাডার প্রার্থী রাজধানীর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন।
তারা কমিশনের কাছে ৪০-৪৪তম বিসিএসের নন-ক্যাডারদের জন্য নতুন নিয়োগ নীতি বাতিলের দাবি জানান।
আয়োজকরা বলছেন, সোমবার৮০০ জন প্রার্থী বিক্ষোভে যোগ দিয়েছেন।
গত ১৬ অক্টোবর নন-ক্যাডার প্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে মানববন্ধন করে পিএসসিকে আল্টিমেটাম দেন।
আরও পড়ুন: সিলেটে ৮ কেন্দ্রে হবে ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা
আগের নিয়োগ পদ্ধতি পুনর্বহালের দাবি ৪০তম বিসিএস নন-ক্যাডারদের