বেতন বৃদ্ধির দাবিতে শুক্রবার দুপুর থেকে মিরপুর-১০ মোড়ে অবরোধ করে রাখা কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা তাদের ছত্রভঙ্গ করতে যাওয়া পুলিশ সদস্যদের সঙ্গে সংঘর্ষের পর তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
পল্লবী থানার এক পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে ইউএনবি প্রতিবেদককে বলেন, ‘পুলিশ এ ঘটনায় আট থেকে দশজন বিক্ষোভকারীকে আটক করেছে’।
তিনি বলেন, আজ দুপুর ২টা থেকে গার্মেন্টস শ্রমিকরা মিরপুর-১০ গোল চত্বর মোড়ে অবরোধ করছিল এবং বিকাল ৫টার দিকে পুলিশ সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেয়।
আরও পড়ুন: খুলনা দুদক কার্যালয়ে আগুন, পুড়ে গেছে ফাইলপত্র
পরে আন্দোলনরত শ্রমিকরা মিরপুর-১১ নম্বরে অবস্থান নিলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে।
এরপর মিরপুর-১০ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের সামনে দাঁড় করানো বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গাড়ি ভাঙচুর ও পুলিশের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা।
পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করার পর তারা এলাকা ছেড়ে চলে যায়।
আরও পড়ুন: হবিগঞ্জে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন