সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় করা মামলায় দলটির আরও ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ি মহল্লার বিএনপি নেতা শফিকুল ইসলাম শফি, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান রানার ছোট ভাই এনামুল হক পারভেজ।
রবিবার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ শেষে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেয় ও ককটেল বিস্ফোরণ ঘটায়। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ার শেল ও ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
তিনি আরও জানান, এসময় পুলিশ ৫২ রাউন্ড রাবার বুলেট ও পাঁচ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে সাতজন পুলিশসহ কমপক্ষে ২৭ জন আহত হয়। বৃহস্পতিবার সকালের এ ঘটনার পর ওইদিন রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে প্রধান আসামি করে ১১০ নেতাকর্মীর নামে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে পুলিশ।
শুক্রবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে যুবদল ও ছাত্রদলের খায়রুল ইসলাম নবিন (১৯) ও মেহেদী হাসানকে (২৮) গ্রেপ্তার করে।
ওসি বলেন, এ নিয়ে এ মামলায় এখন পর্যন্ত বিএনপির পাঁচজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।