সেই সাথে তিনি সন্দেহ পোষণ না করে সবাইকে করোনা টিকা গ্রহণের আহ্বান করে বলেন, ‘এই টিকা সম্পূর্ণ নিরাপদ এবং কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই।’
রবিবার নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় করোনা ডেডিকেটেড ৩০০ শয্যা হাসপাতাল পরিদর্শন শেষে মন্ত্রী এ কথা বলেন।
আরও পড়ুন: করোনার টিকা প্রদানে কেন্দ্রে গিয়ে নিবন্ধন সুবিধা বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
কুষ্টিয়ায় নার্সের বদলে করোনার টিকা দিলেন উপজেলা চেয়ারম্যান!
করোনার টিকা নিলেন প্রধান বিচারপতিসহ ৫৫ বিচারপতি
তিনি টিকার ব্যাপারে কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি না করে গণমাধ্যম কর্মীদেরও এই টিকা গ্রহণ করে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার পরামর্শ দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টিকার ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে অনেক সচেতনতা এসেছে। প্রতিদিন অন্তত দুই লাখ মানুষ টিকা গ্রহণ করছেন।’
এই টিকার মাধ্যমেই বাংলাদেশ করোনমুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান এ সময় শহরের পুরান কোর্ট এলাকায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জন্য নির্মাণের পর তিন বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ভবনকে আধুনিক হাসপাতাল করার দাবি জানান।
জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেহেতু ভবনটি আইন মন্ত্রণালয়ের অধীনে রয়েছে, তাই এ ব্যাপারে যথা শিগগির এই মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনা করা হবে। আইন মন্ত্রণালয় তাদের পরিত্যক্ত ভবনটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তর করতে সম্মত হলে সেখানে দ্রুত হৃদরোগ চিকিৎসার হাসপাতাল করা হবে বলে সবাইকে আশ্বস্ত করেন তিনি।
স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খুরশীদ আলম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলম, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ ও ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে, স্বাস্থ্যমন্ত্রী নারায়ণগঞ্জে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস অ্যান্ড ক্যান্সার রিসার্চ (কিমস কেয়ার)-এর ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন।
আরও পড়ুন: এখনই করোনার টিকা নিতে আগ্রহী দেশের ৩২ ভাগ মানুষ: গবেষণা
দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২৪৮, ২৪ ঘণ্টায় শনাক্ত বেড়েছে
করোনা: বিশ্বে একদিনে সাড়ে ১৩ হাজারের বেশি মৃত্যু
করোনা: ২৪ ঘণ্টায় টিকা নিলেন ১ লাখ ৫৮ হাজারের বেশি মানুষ
টিকাদানের চিত্র
দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরুর প্রথম সপ্তাহে সারা দেশে করোনার টিকা নিয়েছেন সাত লাখ ৩৬ হাজার ৬৮০ জন। যাদের মধ্যে পুরুষ ৫ লাখ ১৩ হাজার ৬২১ জন এবং নারী ২ লাখ ২৩ হাজার ৫৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়।
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে ৭ ফেব্রুয়ারি থেকে দেশে ব্যাপকভাবে টিকাদান কর্মসূচি শুরু হয়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।
রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ সারা দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ টিকা দেয়া হচ্ছে।
ভারতের উপহার হিসেবে সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকার ২০ লাখ ডোজ গত ২১ জানুয়ারি বাংলাদেশে এসে পৌঁছে। এরপর ২৫ জানুয়ারি সেরাম থেকে বাংলাদেশের ক্রয় করা কোভিশিল্ডের প্রথম চালানের ৫০ লাখ ডোজ নিরাপদে ঢাকায় আসে।
গত ২৭ জানুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরীক্ষামূলক টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে পাঁচজনকে টিকা দেয়া হয়।