ঢাকা, ১৮ মে (ইউএনবি)- অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় অভিযুক্ত প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশের ৫ দিনের রিমান্ড আবেদনও বাতিল করে দেন আদালত।
মঙ্গলবার সকালে সাংবাদিক রোজিনাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়। এসময় ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম মামলার তদন্তকারীর কর্মকর্তা পুলিশ পরিদর্শক আরিফুর রহমান সরদারের ৫ দিনের রিমান্ড আবেদন নাকচ করে অভিযুক্তকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।
এছাড়া তার জামিন আবদনের শুনানি আগামী বৃহস্পতিবার দিন হবে বলে ধার্য করেন আদালাত।
আরও পড়ুন: প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা গ্রেপ্তার
অবৈধভাবে ‘সরকারি নথি সংগ্রহের চেষ্টা এবং তার ছবি তোলার’ অভিযোগে সোমবার প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে গ্রেপ্তার করা হয়।
কিন্তু গ্রেপ্তার হওয়া সাংবাদিক রোজিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। আটক হবার পরপরই তিনি বলেন, ‘আমাকে সচিবালয়ে নির্যাতন করা হয়েছে।’
রমনা বিভাগের এডিসি হারুন উর রশিদ জানান, রোজিনা ইসলামের বিরুদ্ধে ৩৭৯, ৪১১ ধারা এবং অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট এ মামলা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী রাতে শাহবাগ থানায় মামলা করেন।
উল্লেখ্য, সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে ৫ ঘণ্টা আটকে রাখার পর রাত পৌনে ১০টায় পুলিশে সোপর্দ করা হয়। অভিযোগ আছে, তাকে মন্ত্রণালয়ের কক্ষে আটকে রেখে নির্যাতন করা হয়।
এ বিষয়ে স্বাস্থ্য সচিব লোকমান হোসেন কথা বলতে রাজি হননি।
সাংবাদিক মহলের প্রতিবাদ
এদিকে সাংবাদিক রোজিনাকে সচিবালয়ে হেনস্থার অভিযোগে সোমবার তাৎক্ষণিকভাবে শাহবাগ থানায় জড়ো হয়ে প্রতিবাদ জানান সাংবাদিকরা।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এবং সম্পাদক ইলিয়াস খান এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
অপরদিকে মঙ্গলবার সাংবাদিক রোজিনা ইসলামের ঘটনা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডাকা সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) তা বর্জন ঘোষণা দেন।