প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে নতুন রেকর্ড তৈরি করে দেশে মঙ্গলবার একদিনে ৬৬ লাখেরও বেশি করোনা টিকা দেয়া হয়েছে।
যদিও এই প্রথমবারের মতো এত বিপুল সংখ্যক মানুষ একদিনে এতো টিকা পেয়েছেন তবে শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিশেষ অভিযান ৭৫লাখ নাগরিককে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা ব্যর্থ হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজিএইচএস) জানিয়েছে, আটটি বিভাগ জুড়ে ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ জনকে টিকা দেওয়া হয়েছে,যা বাংলাদেশে একদিনে রেকর্ড সংখ্যক টিকা দেয়ার ঘটনা।
বেশিরভাগকে প্রথম ডোজ হিসাবে চীনা সিনোফার্ম ভ্যাকসিন দেওয়া হয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গণটিকা কার্যক্রম শুরু
এছাড়াও, এই বিশেষ প্রোগ্রামের অধীনে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না ভ্যাকসিনের ডোজ ও দেয়া হয়েছে।