দেশে করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই রবিবার সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু হয়েছে। দীর্ঘ প্রায় দেড় বছর (১৮ মাস) বিরতির পর বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরেছে।
ইউনিফর্ম পরিহিত স্কুল শিক্ষার্থীদের সকালে তাদের নিজ নিজ স্কুলে যেতে দেখা গেছে।
স্কুলগুলো যথাযথ স্বাস্থ্য বিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের নিজ নিজ স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছে।
আরও পড়ুন:সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান আবার বন্ধ: দীপু মনি
অনেক ক্ষেত্রে দেখা গেছে, কিছু স্কুল কর্তৃপক্ষ সামাজিক দূরত্ব নিশ্চিত করতে শিক্ষার্থীদের রোল নম্বর অনুযায়ী ক্লাস করার অনুমতি দিয়েছে। উল্লেখ্য, পিএসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের প্রতিদিন ক্লাস হবে। তবে, অন্যান্য শ্রেণির সপ্তাহে একদিন ক্লাস হবে।
আরও পড়ুন:রবিবার থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান
রাজধানীর ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ মিরপুর ক্যাম্পাসের অ্যাডমিন অফিসার আরিফুর রহমান বলেন, ‘আমরা স্কুলে প্রবেশের সময় হাত ধোয়া, স্যানিটাইজেশন ও তাপমাত্রা পরিমাপসহ কিছু ব্যবস্থা রেখেছি। সকল শিক্ষার্থীকে মুখে মাস্ক ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে। ক্লাসে যোগ দেয়ার আগে স্কুলে কোভিড সতর্কতা নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।’
তিনি জানান, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ক্লাসরুমের এক বেঞ্চে একজন শিক্ষার্থীকে বসার জন্য বলা হয়েছে।