ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৯ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুলাই) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত রুমা বিশ্বাস (২৫) রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পারুলিয়া গ্রামের বাসিন্দা।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, তিনি বলেন, রুমা বিশ্বাস নামে নয় মাসের অন্তঃসত্ত্বা এক নারী ডেঙ্গু আক্রান্ত হয়ে মেডিকেলে ভর্তি হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আরও পড়ুন: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব নাজিয়া সুলতানার মৃত্যু
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৫৯ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ২২৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১২৪ জন।
তিনি আরও জানান, এ ছাড়া জেনারেল হাসপাতালে ১৮ জন, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জন, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮জন, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২জন, চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
সিভিল সার্জন জানান, এ পযন্ত মোট আক্রান্ত হয়েছে ৮৭১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৪৪ জন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন দুই নারী।
আরও পড়ুন: ডেঙ্গু নিয়ন্ত্রণে জরিমানা করেই দায় সারছে দুই সিটি করপোরেশন