ফরিদপুরে বাবাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও চার মাসের জেল দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজের ১নং আদালতের বিজ্ঞ বিচারক অশোক কুমার দত্ত এই রায় দেন। এসময় আসামি আদালতে হাজির ছিলেন।
দণ্ডপ্রাপ্ত মিলন চৌধুরী ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর গ্রামের নিহত হারুন অর রশীদ চৌধুরীর ছেলে।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২২ ফেব্র্রুয়ারি আসামি মিলন চৌধুরী তার নামে সম্পত্তি লিখে দিতে বাবা নিহত হারুন অর রশীদ চৌধুরীকে চাপ দেয়। এই নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে লাঠি দিয়ে বাবাকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ৫৮২ কোটি টাকার সার আত্মসাৎ: বিসিআইসির ব্যাখ্যা চান হাইকোর্ট
নিহতের স্ত্রী হালিমন বেগম বাদী হয়ে স্বামী খুনের অভিযোগে ছেলে মিলনের বিরুদ্ধে হত্যা মামলা করে। দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্য প্রমাণের পরে বৃহস্পতিবার আদালত অভিযুক্ত আসামির বিরুদ্ধে এই রায় দেন।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১নং আদালতের ভারপ্রাপ্ত এপিপি আমিনুর রহমান বলেন, এই হত্যা মামলায় একজন আসামিকে অভিযুক্ত এজহার দায়ের করা হয়। বাবাকে হত্যার দায়ে দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি মিলন চৌধুরীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে চার মাসের কারাদণ্ড দেন আদালত।
এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তষ্ট বলে জানান তিনি।
আরও পড়ুন: ফখরুল ও আব্বাসের হাইকোর্টের দেয়া জামিনের আপিল শুনানি রবিবার