ফেনীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১২ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে ফেনী জেলা জামায়াতের কার্যালয়ে একটি বৈঠক থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, মোহাম্মদ শফিউল্যাহ(৫৩), মোস্তফা আজিম(৪০), মোহাম্মদ শাহ আলম(৪৮), আবু তাহের(৫৪), আব্দুল মতিন(৪৪), মো. সালাউদ্দিন(৩২), আলমগীর(৪০), জাকির হোসেন(৩৫), আব্দুল মোতালেব(৩৮), মনির হোসেন(৪১), মো. মহিউদ্দিন(৩৪), মো. ইসরাফিল(১৮)।
আরও পড়ুন: ডিএমপি’র মাদকবিরোধী অভিযানে আটক ৬০
আটককৃত প্রত্যেকের বাড়ি ফেনী জেলায় বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সকালে ফেনী শহরের শান্তি কোম্পানি রোড়স্থ জেলা জামায়াতের কার্যালয়ে অভিযান চালানো হয়। এসময় নাশকতার পরিকল্পনাকালে ৫টি ককটেল ও জিহাদী বইসহ ১২ জনকে আটক করা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, আটকরা ওই কার্যালয়ে বসে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছিলেন। আটকদের জিজ্ঞাসাবাদ শেষে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে ফেনী জেলা জামায়াতের আমির মাস্টার শামসুদ্দীন পুলিশের দেয়া বক্তব্য প্রত্যাখ্যান করে জানান, সেখানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের একটি সভা ছিল। সেখানে নাশকতার পরিকল্পনার অভিযোগ কাল্পনিক ও বানোয়াট। অবিলম্বে আটকদের মুক্তির দাবি জানান তিনি।