এমবিবিএস পাস না করেই নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দেন মো. আনোয়ার হোসেন ভুঁইয়া। এমন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ফেনী জেলা প্রশাসকের নির্দেশে ম্যাজিস্ট্রেট লিখন বনিক, সহকারী কমিশনার (ভূমি) ফেনী সদর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।
লিখন বনিক জানান, বিএমডিসি সনদ না থাকলেও মানুষকে পাইলস চিকিৎসাসহ সার্জারি চিকিৎসা করেন তিনি। যার কারণে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভুক্তভোগী।
আরও পড়ুন:খুলনায় ভুয়া চিকিৎসককে এক বছরের কারাদণ্ড
তিনি আরও জানান, শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের মহিপাল চৌধুরী বাড়ী এলাকায় ভুঁইয়া মেমোরিয়াল পাইলস ও পলিপস চিকিৎসালয় লিমিটেড’ নামের প্রতিষ্ঠানে সত্বাধিকারী ভুয়া চিকিৎসক মো. আনোয়ার হোসেন ভুঁইয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
অভিযানে ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এস আর মাসুদ রানা, ডা. যুবায়ের ইবনে খায়ের ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লিখন বনিক জানান।