বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে অবরোধের প্রতিবাদে আয়োজিত ক্ষমতাসীন দলের সংগঠন ছাত্রলীগের সমাবেশে অভ্যন্তরীণ কোন্দলে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ নেতা-কর্মী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার(৯ নভেম্বর) বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে বিএনপি-জামায়াত ও সমমনা বিরোধী দলের অবরোধের প্রতিবাদে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহার নেতৃত্বে একদল নেতা-কর্মী মিছিল বের করে।
মিছিল শেষে ছাত্রলীগের নেতা-কর্মীরা বটতলায় সমাবেশ করার সময় জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমানের নেতৃত্বে অন্য একটি দল তাদের ওপর হামলা চালায়।
এ সময় সভাপতি সজীবের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালালে সংঘর্ষে সজীব ও মাহফুজারসহ ছাত্রলীগের অন্তত ১৩ জন আহত হন।
সংঘর্ষের সময় ক্যাম্পাসে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: সাভারে ছাত্রলীগ নেতার স্ত্রী পরিচয়ে হাসপাতালে মারামারি, আহত ৪
সজীব সাহা অভিযোগ করেন, ক্যাম্পাসে সমাবেশ করার সময় ছাত্রলীগের একটি 'তথাকথিত' গ্রুপ তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
তিনি বলেন, 'আমরা তাদের প্রতিহত করতে বাধ্য হয়েছি এবং তারা আমাকে ছুরিকাঘাত করেছে।’
অভিযোগ অস্বীকার করে মাহফুজার রহমান দাবি করেন, সাধারণ শিক্ষার্থীরা অযোগ্য কমিটিকে প্রতিহত করার চেষ্টা করলে সংঘর্ষের ঘটনা ঘটে।
কলেজের অধ্যক্ষ ড. সবুর উদ্দিন বলেন, তারা কোনো গ্রুপকে চিনতে পারেননি।
স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন: বিতর্কিতদের নিয়ে রাবি ছাত্রলীগের কমিটি গঠন, বিক্ষুব্ধ নেতাদের অভিযোগ