রাষ্ট্রপতি আবদুল হামিদ ঈদ-উল-ফিতরের নামাজ বঙ্গভবনের দরবারের হলে আদায় করেছেন। করোনা মহামারির কারণেই এবার এই আয়োজন।
শুক্রবার সকাল ১০টায় বঙ্গভবনের দরবার হলে সীমিত পরিসরে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি। ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির তথ্য সচিব জয়নাল আবেদিন।
আরও পড়ুন: মুক্তিযোদ্ধাদের ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
করোনা মহামারির প্রকোপ হ্রাস করা এবং সংক্রমণ থেকে জনসাধারণের জীবন বাঁচাতে প্রতিবারের মতো এবার জাতীয় ঈদগাহে নামাজের ব্যবস্থা করা হয়নি। তাই এবার রাষ্ট্রপতি বঙ্গভবনেই ঈদের নামাজ আদায় করেন।
রাষ্ট্রপতির তথ্য সচিব জানান, বঙ্গভবন মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবিরের ইমামতিতে বঙ্গভবনের ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রপতি, তার পরিবারের সদস্য এবং বঙ্গভবনের উর্ধ্বতন কর্মকর্তারা স্বাস্থ্যবিধি মেনে জামাতে অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।
আরও পড়ুন: করোনা মহামারির চাদরে মোড়া আরও একটি ঈদ!
এবার করোনার কারণে রাষ্ট্রপতির ঈদ শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান বাতিল করা হয়। তবে নামাজ শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে জাতিকে ঈদের শুভেচ্ছা জানান।