বরগুনার পাথরঘাটা থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এফবি বাবুল নামের একটি মাছ ধরার ট্রলারে জলদস্যুদের গুলিতে এক জেলে নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন মান্দারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জেলে মুসা (৩০) পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের হারুন মিয়ার ছেলে। জলদস্যুদের হামলার শিকার ট্রলারটি বরগুনার পাথরঘাটা উপজেলার মৎস্য ব্যবসায়ী বাবুল ফকিরের।
আরও পড়ুন: বোরহানউদ্দিনে দেশীয় অস্ত্রসহ ২ জলদস্যু আটক
এফবি বাবুল ট্রলারের মালিক বাবুল ফকিরের বরাত দিয়ে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মাছ শিকার করে উপকূলে ফেরার পথে হঠাৎ করে ভারতীয় একটি ট্রলারে করে ২৫ থেকে ৩০ জন ডাকাত একযোগে এফবি বাবুল ট্রলারে হামলা করে। ট্রলারের থাকা সকল মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ট্রলার মালিকের ভাইয়ের ছেলে মুসা বাধা দিলে তাকে লক্ষ্য করে ডাকাতদল গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।
এছাড়াও অন্যান্য জেলেদেরকে মারধর করে আহত করা হয় বলেও জানান তিনি।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় ৩ জেলের লাশ উদ্ধার
কোস্টগার্ড মোংলা জোনের অপারেশন কমান্ডার লুৎফুর রহমান বলেন, বিষয়টি জেলেদের মাধ্যমে আমরা জেনেছি। সুন্দরবনের অস্থায়ী ক্যাম্প থেকে টহল দলকে ঘটনাস্থলের দিকে পাঠানো হয়েছে। নিহত জেলেসহ ট্রলার উদ্ধারে অভিযান চলছে।