বঙ্গোপসাগরে ইলিশ শিকারে গিয়ে গভীর রাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হন সুজন মল্লিক নামে এক জেলে। ঘটনার তিন দিন পর ওই জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাতে বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের গোড়া পদ্মা এলাকায় লাশটি ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: ফুলবাড়িতে অটোচালকের লাশ উদ্ধার
নিহত সুজন বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী গ্রামের আক্কাস মিয়ার ছেলে।
বরগুনা সদর থানার স্থানীয় বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম এ তথ্য নিশ্চিত করে জানান, মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে শনিবার রাতে ‘এমভি মা’ নামের ট্রলারে ১৫ জন জেলে বঙ্গোপসাগরে ইলিশ শিকারে রওনা দেন। কিন্তু পথে ওই ট্রলার থেকে পড়ে সুজন নামের এক জেলে ওই রাত থেকে নিখোঁজ ছিলেন। এঘটনার তিন দিন পর সোমবার রাতে নলটোনা ইউনিয়নের গোড়া পদ্মা এলাকায় তাকে ভাসতে দেখা যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, স্থানীয়রা লাশ ভাসতে দেখে ৯৯৯-এ ফোন করে দিয়ে জানালে পুলিশ গিয়ে ওই জেলের লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: চট্টগ্রামে নিখোঁজের ৩দিন পর যুবকের গলিত লাশ উদ্ধার, আটক ১