বাংলাদেশের সাথে সহযোগিতায় বৈচিত্র্য চান বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন। তিনি বলেন, ‘আমাদের তৈরি পোশাক শিল্পের (আরএমজি) বাইরে যেতে হবে এবং দু’দেশের মধ্যে সহযোগিতা বিশেষায়িত করতে হবে।’
বৃহস্পতিবার কসমস গ্রুপের জনহিতকর প্রতিষ্ঠান কসমস ফাউন্ডেশনের অ্যাম্বাসেডর লেকচার সিরিজের অংশ হিসেবে ‘বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সম্পর্ক: ভবিষ্যতের পূর্বাভাস’ শীর্ষক ভার্চুয়াল সংলাপের মূল বক্তব্যে রাষ্ট্রদূত এ কথা বলেন।
সংলাপে বক্তারা বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সহযোগিতা আরও প্রশস্ত করার ওপর গুরুত্ব আরোপ করেন। দক্ষিণ কোরিয়া যেহেতু বাংলাদেশে আরও সফল গল্প খুঁজছে সেহেতু আরএমজির বাইরে বিশেষ করে প্রযুক্তি বিনিময় থেকে ভার্চুয়াল মার্কেটপ্লেস, ফ্যাশন, উদ্যোগ, উদ্ভাবনের ক্ষেত্রে সহায়তা প্রশস্ত করার ওপর গুরুত্ব দেন তারা।
সংলাপে উদ্বোধনী বক্তব্য দেন কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান। সভাপতিত্ব করেন প্রখ্যাত কূটনীতিক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী।
আরও পড়ুন: সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় দ.কোরিয়া: রাষ্ট্রদূত