প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জয় বাংলা’ স্লোগানের চেতনায় বাংলাদেশ এগিয়ে যাবে।
তিনি বলেন, ‘আজ জয় বাংলা স্লোগান আমাদের জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি ও মর্যাদা পেয়েছে... এই চেতনা নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে।’
‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে প্রতিষ্ঠা করায় সোমবার প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভাকে অভিনন্দন জানিয়ে জাতীয় সংসদে আনা প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন শেখ হাসিনা।
আরও পড়ুন: বাঙালি জাতির মাথা উঁচু করে চলার স্লোগান ‘জয় বাংলা’: প্রধানমন্ত্রী
সাধারণ আলোচনার পর সংসদে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে অভিনন্দন প্রস্তাবটি গৃহীত হয়।
জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে প্রতিষ্ঠায় জনগণের সমর্থনের জন্য তাদেরও ধন্যবাদ জানান শেখ হাসিনা।
তিনি বলেন, ‘আমাকে ধন্যবাদ দেয়ার প্রয়োজন নেই। আমি ব্যক্তিগতভাবে কিছু চাই না। আমি একটাই চাই যে মুক্তিযুদ্ধের চেতনা ফিরে আসুক।’
তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর লাখো শহীদ যারা মুক্তিযুদ্ধে রক্ত দিয়েছেন তাদের ইতিহাস মুছে যায়।
আরও পড়ুন: ‘জয় বাংলা’ হলো জাতীয় স্লোগান
তখন বাংলাদেশের অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে মুক্তিযোদ্ধাদের দমন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছিল।
প্রধানমন্ত্রী বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা ও আমাদের ‘জয় বাংলা’ স্লোগান ধ্বংস হয়েছিল। জাতির পিতার নাম নেয়া নিষিদ্ধ ছিল। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু আজ তা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।”
এর আগে ট্রেজারি বেঞ্চের সংসদ সদস্য শাজাহান খান (মাদারীপুর-২) কার্যপ্রণালী বিধির ১৪৭ ধারায় সংসদে এ প্রস্তাব উত্থাপন করেন।
গত ২ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করে সরকার।