দেশে করোনা ভ্যাকসিনের কোনো অভাব নেই এবং দেশও টিকা উৎপাদনে যেতে প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, ‘বিশ্বের বহু শক্তিশালী দেশে মৃত্যুর সংখ্যার তুলনায় আমাদের দেশে একেবারেই কম। ভ্যাকসিন কার্যক্রমে বিশ্বে আমরা এগিয়ে রয়েছি। আমরা ভ্যাকসিনের জন্য কোনো টাকা-পয়সা নিচ্ছি না। প্রধানমন্ত্রীর নির্দেশে ভ্যাকসিন কার্যক্রম সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে। এটি বাংলাদেশের বড় অর্জন। হাতেগোনা কয়টি দেশ বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে।’
শনিবার (২৩ অক্টোবর) দুপুরে নগরীর বারুতখানায় সিলমার্ট কমপ্লেক্সে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। করোনাকালে সফল কূটনৈতিক তৎপরতা রাখায় সিলেট জেলা প্রেসক্লাবের উদ্যোগে মন্ত্রীকে এ সম্মাননা দেয়া হয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘করোনাকালে কূটনৈতিক সফলতা আমার একা নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সকল দিক-নির্দেশনা দিয়েছেন। তার দূরদর্শীতা, স্বাস্থ্যমন্ত্রী এবং কোভিড-১৯ ম্যানেজমেন্ট কমিটিসহ সংশ্লিষ্ট সকলের অবদানেই আমরা করোনাকালের কূটনীতিতে সফল হয়েছি বলতে হবে। ’
আরও পড়ুন: প্রত্যাবাসন ঠেকাতেই রোহিঙ্গা ক্যাম্পে হত্যাকাণ্ড: পররাষ্ট্রমন্ত্রী
জেলা প্রেসক্লাব সভাপতি আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
সুধীনজনদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ব্যবস্থাপনা পরিষদের সদস্য আব্দুল জব্বার জলিল, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও ছালেহ আহমদ সেলিম, কোতোয়ালি থানার সহকারী কমিশনার শামসুদ্দীন সালেহ আহমদ চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতারা, জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক আহ্বায়ক সালাম মশরুর, লিয়াকত শাহ ফরিদী, মোহাম্মদ মহসীন, সাবেক সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, ফখরুল ইসলাম, ফয়সল আহমদ বাবলু, সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, মামুন হাসান, এ এইচ আরিফ, হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান রোমান, রবি কিরণ সিংহ রাজেশ, মো. নুরুল ইসলাম, আলী আকবর চৌধুরী কোহিনূর, রায়হান উদ্দিন, রণজিৎ কুমার সিংহ, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. ওলিউর রহমান, আশরাফ চৌধুরী রাজু, এম আর টুনু তালুকদার, মো. শাহীন আহমদ, নেহার রঞ্জন পুরকায়স্থ, শেখ মো. লুৎফুর রহমান, মো. এনামুল কবীর, ইয়াহইয়া মারুফ, মো. আব্দুল আহাদ, সোহেল আহমদ পাপ্পু, মো. মনিরুজ্জামান রনি, আহমেদ জামিল, বাপ্পা মৈত্র, আতিকুর রহমান নগরী, মৃণাল কান্তি দাস, সোহেল আহমদ, মোখলেছুর রহমান, অমিতা সিনহা।
আরও পড়ুন: শিশুদের সুন্দর জীবন নিশ্চিত করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী
ক্লাব নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি এস সুটন সিংহ, কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শংকর দাস, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুলতান আহমদ, নির্বাহী সদস্য ইউসুফ আলী ও মিঠু দাস জয়।
এর আগে সকালে সিলেটে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) কার্যালয় পরিদর্শন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
ইমজা কার্যালয় পরিদর্শনকালে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দুই বছর পর নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী সাম্প্রদায়িক হামলার মতো অপতৎপরতা চালাচ্ছে। তবে, সরকার এসব তৎপরতা মোকাবিলায় কঠোর অবস্থানে রয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশের অপার সম্ভাবনা সারাবিশ্বে তুলে ধরতে বললেন পররাষ্ট্রমন্ত্রী
তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশ পৃথিবীর মধ্যে ‘নাম্বার ওয়ান’। এদেশে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে; এমনকি বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে আর্থিক সহায়তাও করছে, যা অন্যান্য দেশে বিরল।
সাম্প্রদায়িক হামলার ইস্যুতে বাংলাদেশ সরকারের পদক্ষেপকে অত্যন্ত উত্তম বলে জানিয়েছে ভারত। ভারতের অনেক স্থানে বাংলাদেশের ঘটনার প্রতিবাদ করলেও তাদের অনেকেই বানোয়াট প্রচারণা করেছে।
তবে ভারত সরকার প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছে বলে জানান মন্ত্রী।