জনগণকে যেকোনো পরিস্থিতি সাহসিকতার সঙ্গে মোকাবিলা করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ অবশ্যই অগ্নিসংযোগের মতো মানবসৃষ্ট দুর্যোগ কাটিয়ে উঠবে।
তিনি বলেন, ‘আমরা যেভাবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করি সেভাবেই অগ্নিসংযোগের মতো মানবসৃষ্ট দুর্যোগ কাটিয়ে বাংলাদেশকে অবশ্যই এগিয়ে নিয়ে যাব। আমি দেশবাসীকে যেকোনো পরিস্থিতি সাহসের সঙ্গে মোকাবিলা করতে বলছি।’
রবিবার (১২ নভেম্বর) প্রধানমন্ত্রী নরসিংদীতে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরির (জিপিইউএফএফ) উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাবে। যুদ্ধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও বৈশ্বিক মুদ্রাস্ফীতির মতো বহিরাগত কারণে দ্রব্যমূল্য বেড়েছে।
তিনি আবারও জনগণকে এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখার আহ্বান জানান। যাতে বাংলাদেশকে কখনই খাদ্যের জন্য কারো কাছে হাত পাততে না হয়।
তিনি বলেন, বাংলাদেশ আজ একটি উন্নয়নশীল দেশ। এই দেশ আরও এগিয়ে যাবে এবং স্মার্ট বাংলাদেশ হবে। যেখানে থাকবে স্মার্ট জনসংখ্যা, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সমাজ।
তিনি আরও বলেন, বাংলাদেশ তার উন্নয়ন যাত্রায় বারবার বাধার সম্মুখীন হয়েছে, কিন্তু কেউই এর অগ্রগতি ঠেকাতে পারেনি।
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের এই অগ্রযাত্রাকে আর কেউ আটকাতে পারবে না।’
আরও পড়ুন: নরসিংদীতে দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ইউরিয়া সার কারখানার উদ্বোধন