বাগেরহাট থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও সংগঠনের নোট বই উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বুধবার (৩১ আগস্ট) গভীর রাতে র্যাব খুলনা-৬ এর সদস্যরা বাগেরহাট জেলার মোল্লাট থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের বাগেরহাট, খুলনা ও গোপালগঞ্জ অঞ্চলের দাওয়াতী শাখার সদস্য বলে র্যাব সূত্র জানায়।
গ্রেপ্তাররা হলেন- পিরোজপুর জেলার কামাল গাজীর ছেলে মো. তরিকুল ইসলাম (২৩), গোপালগঞ্জ জেলার গাউছ মোল্যার ছেলে মো. আকাশ ওরফে আব্দুল্লাহ (২৩), একই জেলার মোহাম্মদ জাকির ফকিরের ছেলে তাজিম উদ্দিন ওরফে জসীম উদ্দিন (২১), একই জেলার সৈয়দ আহাদুজ্জামানের ছেলে মো. রিপন (২০) এবং মাদারীপুর জেলার মতিউর রহমানের ছেলে ইসমাইল হোসেন অনিক (২০)।
আরও পড়ুন: 'অপারেশন হিলসাইড': নতুন জঙ্গি সংগঠন 'ইমাম মাহমুদের কাফেলা'র ১০ সদস্য আটক
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এদের মধ্যে তরিকুল গোপালগঞ্জে একটি মসজিদে ইমামতি করতেন। আব্দুল্লাহা বাগেরহাটে একটি মাদ্রাসায় পড়তেন। তাজিমুদ্দিন গোপালগঞ্জের একটি স্থানীয় মাদরাসায় ইমামতী করতেন। ইসমাইল গোপালগঞ্জের একটি মাদ্রাসায় পড়তেন এবং রিপন ২০২২ সালে আব্দুল্লাহার মাধ্যমে সংগঠনে যোগদান করেন।
গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের সদস্য বলে র্যাবের কাছে স্বীকার করেছেন।
তারা আফগানিস্তানে তালেবানের উত্থানে উদ্ধুদ্ধ হয়ে আল কায়েদা মতাদর্শের জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামে যোগ দেয়।
এরপর থেকে তারা সংগঠনের কার্যক্রম পরিচালনা করছি বলে র্যাব জানায়।
আরও পড়ুন: মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় ‘অপারেশন হিলসাইড’ চালাচ্ছে সিটিটিসি
জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া' নিষিদ্ধ