বাগেরহাটের কচুয়ায় বসত বাড়ির গ্রিল কেটে দুর্ধ্বষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ চার সদস্যকে আটক করেছে পুলিশ।
শনিবার গভীর রাত থেকে রবিবার ভোর পর্যন্ত ঢাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
আরও পড়ুন: ইউএনও’র ওপর হামলার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ আটক ৪
আটকেরা হলো- আন্তঃজেলা ডাকাত দলের সর্দার খুলনার সোনাডাঙ্গা থানার বানরগাথী এলাকার শহিদ গাজীর ছেলে কামাল গাজী (৩৫), একই জেলার রূপসা এলাকার মালেক গাজীর ছেলে আব্দুল্লাহ ওরফে আলিফ গাজী (২৫), ঢাকার খিঁলগাও এলাকার দ্বীন ইসলামের ছেলে সোহেল আবিদ ইসলাম ওরফে সোহেল (২৬) এবং বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গোয়ালমাঠ এলাকার অমরী চন্দ্র স্বর্ণকারের ছেলে প্রদীপ কুমার স্বর্ণকার (৪০)।
এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিস্তল, এক রাউন্ড গুলি, লুণ্ঠিত একটি স্বর্ণের চেইন ও একটি স্বর্ণের আংটি এবং ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করে পুলিশ। এনিয়ে ওই ডাকাতি মামলায় এ পর্যন্ত ৯ জনকে আটক করেছে পুলিশ।
রবিবার বিকালে বাগেরহাট পুলিশ অফিসে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার কে এম আরিফুল হক এই তথ্য জানান।
আরও পড়ুন: উখিয়ায় ১২০ কোটি টাকা মূল্যের ‘আইস’ জব্দ, আটক ৪: র্যাব