স্বাস্থ্য, কৃষি, সামাজিক সুরক্ষা জাল এবং কর্মসংস্থান তৈরির ওপর প্রাধান্য দিয়ে সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার করোনা মহামারির কারণে সৃষ্ট বিপর্যয় এর সাথে খাপ খাওয়াতে মানুষের জীবন রক্ষা এবং নতুন কর্মসংস্থান তৈরির ব্যাপারে পদক্ষেপ তৈরির ওপর গুরত্ব দিয়ে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা বরাদ্দের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী।
এই বাজেটে করোনা সংক্রান্ত বিষয় ছাড়াও দুযোর্গ ব্যবস্থাপনা এবং খাদ্য নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ শিরোনামে এবারের বাজেট প্রস্তুত হয়েছে। আ হ ম মুস্তফা কামালের তৃতীয় বাজেট উপস্থাপন।
এছাড়াও এটি আওয়ামীলীগ সরকারের টানা ১৩তম এবং বাংলাদেশের ৫০তম বাজেট।
আরও পড়ুন: প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদন
২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ হবে আজ
এর আগে সংশোধিত বাজেট জাতীয় সংসদে পেশ করার আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাজেটে সম্মতি জানিয়ে স্বাক্ষর দেন।
বাজেটে মোট রাজস্ব ধরা হয়েছে ৩ লাখ ৯২ হাজার ৪৯০ কোটি টাকা। আয়ের মধ্যে রাজস্ব খাত থেকে আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা এবং বৈদেশিক অনুদান নেওয়া হবে ৩ হাজার ৪৯০ কোটি টাকা।