রাজধানীর উত্তর বাড্ডায় ঘুমন্ত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্টে মো. শাকিল (১৯) নামের এক কারখানার শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় সাতারকুল আলীর মোড় এলাকায় একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত শাকিল চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার উপদিক বালু থোবা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে। তিনি কারখানাতেই থাকতেন। এক ভাই দুই বোনের মধ্যে তিনি ছোট ছিলেন।
শাকিলের খালাতো ভাই মো. মাহবুব হোসেন জানান, শাকিল আলীর মোড় এলাকায় একটি স্টিলের মিটার বক্স তৈরির কারখানায় কাজ করতো। রাতে সেখানেই ঘুমাতো। সকালে হঠাৎ ঘুমন্ত অবস্থায় কারখানায় বৈদ্যুতিক কোন তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েছিল।
পরে সেখান থেকে তাকে উদ্ধার করে সকাল সোয়া নয়টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।