বান্দরবানে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদ সীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আশ্রয় কেন্দ্রে থাকা লোকজন নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন।
গতকাল বৃহস্পতিবার বিকালে সীমিত আকারে শহরে বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। আজ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে। ঢাকাসহ সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ চালু হয়েছে। প্রবল বর্ষণে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় রোয়াংছড়ি, রুমা এবং থানচি উপজেলার সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ এখনো স্থাপিত হয়নি।
আরও পড়ুন: চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর বন্যা পরিস্থিতি ২৪ ঘণ্টায় উন্নতি হতে পারে: এফএফডব্লিউসি
জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন জানান, বন্যার্তদের জন্য ইতোমধ্যে ১৬৮ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ৫০ হাজার লিটার বোতলজাত পানি বিতরণ করা হয়েছে। তিনি আরও জানান, বন্যা ও পাহাড় ধ্বসে এ পর্যন্ত ৮ জন মৃত্যুবরণ করেছেন এবং ২ জন নিখোঁজ রয়েছেন।
এদিকে গতকাল বৃহস্পতিবার বিকালে জেলা শহরের মধ্যমপাড়ায় সাংগু নদীর তীরবর্তী এলাকায় একটি পাকা ভবন এবং চারটি কাঁচা বাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেন এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে জনগণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেন।
আরও পড়ুন: চট্টগ্রামে বন্যার পানিতে নিখোঁজের ৩২ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার