চট্টগ্রামের রাউজানে বন্যার পানিতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের ৩২ ঘণ্টা পর এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৯ আগস্ট) সকালে উপজেলার হালদা নদীর ছায়ারচর এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
মৃত যুবক শাহেদ হোসেন বাবু (৩৭) একই উপজেলার উরকিচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত সিআইপি এস এম ইউসুফের ছেলে। তিনি পেশায় একজন কৃষি ও মাছ চাষি ছিলেন।
আরও পড়ুন: নিখোঁজের ৩ দিন পর যুবকের ভাসমান লাশ উদ্ধার
নৌ পুলিশের হালদা ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মাহফুজুল হাছান বলেন, নিখোঁজের স্থান থেকে কয়েক কিলোমিটার দূর থেকে স্থানীয়রা লাশটি উদ্ধার করে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষ করতে তাদের বাড়িতে এসেছি। লাশটির সুরতাহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে সোমবার (৭ আগস্ট) রাতে অতি বর্ষণে উরকিরচর গ্রামের শাহেদের গরুর খামার ডুবে যায়। খামারে থাকা কয়েকটি গরু পার্শ্ববর্তী খালে ভেসে যায়। গরুগুলো উদ্ধার করে শাহেদ আরও তিনজন সঙ্গীসহ সন্ধ্যায় নৌকায় করে ফেরার সময় নৌকা উল্টে হালদার শাখা খালপাড়ে পড়ে যান। অন্য তিনজন তীরে উঠতে পারলেও সাঁতার না জানার কারণে তীব্র স্রোতের টানে ভেসে যান শাহেদ।
উল্লেখ্য, নিখোঁজ শাহেদের খোঁজে 'ঘটনার পর থেকে সদরঘাট নৌ থানা থেকে একটি টিম হালদা নৌ ফাঁড়ির পুলিশ সদস্যদের নিয়ে স্পিডবোটে করে নদী ও শাখা খালে সন্ধানে তল্লাশি চালিয়েছিল।
আরও পড়ুন: কিশোরগঞ্জে চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার