প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রে লবিস্টদের সহায়তায় বিএনপি-জামায়াতের ‘বাংলাদেশ বিরোধী কার্যকলাপ’ সম্পর্কে একটি ভিডিও শেয়ার করেছেন।
শুক্রবার জয় তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার করার সময় লিখেছেন, ‘বিএনপি-জামায়াত জোট বাংলাদেশকে সাহায্য ও উন্নয়ন সহায়তা দেয়ার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে লবিং করার জন্য আটটি সংস্থাকে নিয়োগ করেছিল।’
এসময় জয় উল্লেখ করেছেন যে, বিএনপি-জামায়াত আগেও একই কাজ করেছিল। যেমন বেগম জিয়া ২০১৩ সালে ওয়াশিংটন টাইমস-এ বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপ এবং তৈরি পোশাক খাতেজিএসপি সুবিধা বাতিলের জন্য একটি নিবন্ধ লিখেছিলেন।
আরও পড়ুন: পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধুকে হত্যাচেষ্টার ইতিহাস জানতে জয়ের আহ্বান
জয় বলেন, ‘২০১৫ সাল থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দেয়া বিভিন্ন উন্নয়ন সুবিধা বন্ধ করতে মার্কিন নীতিনির্ধারক ও রাজনীতিবিদদের কাছে একাধিক চিঠি লিখেছিলেন।’
‘মার্কিন যুক্তরাষ্ট্রে বিএনপির লবিং: ভাড়া করা লবির দোকানের সঙ্গে বাংলাদেশবিরোধী কার্যকলাপের এক ঝলক’ শিরোনামে ভিডিওটি দেখার আহ্বান জানান জয় এবং সে সম্পর্কে সবার মতামত জানতে চেয়েছেন।
আরও পড়ুন: ভিশন ২০৪১ বাস্তবায়নে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জয়ের
মুক্তিযুদ্ধকালীন বর্বরতা ও পাকিস্তানের সঙ্গে যোগসাজশের জন্য জামায়াতের কড়া সমালোচনা জয়ের